kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

শান মাসুদের সেঞ্চুরি

৭ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশান মাসুদের সেঞ্চুরি

পারলেন না বাবর আজম ইনিংসটাকে শতরানে নিয়ে যেতে। গতকাল আগের দিনের ৬৯ রানেই আউট হয়ে গেছেন তিনি। বাবর শুরুতে ফিরে এলেও শান মাসুদ ঠিকই ছুঁয়েছেন তিন অঙ্কের জাদুকরী সংখ্যা। এক প্রান্ত আগলে রেখে প্রবল চাপের মুখেও ১৫৬ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলেছেন তিনি। আর শান মাসুদের কার্যকর শতরানে বিপর্যয় সামলে প্রথম ইনিংসে ৩২৬ রান তুলেছে পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে নেমে  শুরুতে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড। ইনিংসের প্রথম ওভারে রোরি বার্নসকে ফেরান শাহীন শাহ আফ্রিদী। এরপর জোড়া আঘাতে ডম সিবলে এবং বেন স্টোকসকে ফেরান মোহাম্মদ আব্বাস। সর্বশেষ তাদের স্কোর ছিল ৭ ওভারে ৩ উইকেট ১৬ রান।

গতকাল দিনের শুরুতে জেমস অ্যান্ডারসন বাবরকে ফেরানোর পর দ্রুত আরো দুটি উইকেট হারালে তখন ৩০০ রানও মনে হচ্ছিল অনেক দূরের পথ। তবে শান মাসুদের দৃঢতায় সেই দূরত্বটা পাড়ি দিতে কোনো সমস্যা হয়নি পাকিস্তানের। নিজের সর্বশেষ তিন টেস্ট ইনিংসেই শতরান করলেন শান। ক্রিকইনফো

মন্তব্যসাতদিনের সেরা