kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

বাংলাদেশ শ্রীলঙ্কায় যাবে ২৪ সেপ্টেম্বর

৭ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবাংলাদেশ শ্রীলঙ্কায় যাবে ২৪ সেপ্টেম্বর

ক্রীড়া প্রতিবেদক : তিন টেস্টের পাশাপাশি সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে চাচ্ছে বাংলাদেশ, তবে এখনো এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া মেলেনি ক্রিকেট শ্রীলঙ্কার (এসএলসি) তরফ থেকে। সেটি হোক বা না হোক, টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার দিনক্ষণ প্রায় চূড়ান্ত করে ফেলার পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব কিছু ঠিক থাকলে মমিনুল হকের দলের কলম্বো রওনা হওয়ার সম্ভাব্য সময় ২৪ সেপ্টেম্বর। সেখানে দীর্ঘ প্রস্তুতির পর অক্টোবরের মাঝামাঝি সিরিজের প্রথম টেস্ট। চূড়ান্ত না হলেও সম্ভাব্য সেই সফরসূচির কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটি প্রধান আকরাম খান।

একই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আশাবাদের কথা শোনালেন তিনি, ‘আমরা খুব করে চাচ্ছি, একটি টি-টোয়েন্টি সিরিজও খেলতে। তবে শ্রীলঙ্কান বোর্ড এ বিষয়ে এখনো নীরব আছে। আশা করছি, ইতিবাচক সাড়াই পাব আমরা।’ তা না পাওয়া গেলেও তিন টেস্টের সিরিজ তো ঠিকই থাকছে। যেটি হওয়ার কথা ছিল জুলাই-আগস্টে। করোনা পরিস্থিতির কারণে স্থগিত হয়ে গেলেও দ্রুতই এর সূচি পুনর্নির্ধারিত হওয়ার পথে। এ সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। অক্টোবরে মাঠে গড়াতে যাওয়া সিরিজের জন্য প্রস্তুতি নিতে সেপ্টেম্বরেই দেশ ছাড়ার পরিকল্পনার কথা জানাতে গিয়ে আকরাম এই ফুটনোটও জুড়ে দিয়েছেন যে ‘এখনো কিন্তু সূচি চূড়ান্ত হয়নি। তবে আমাদের কলম্বো যাওয়ার সম্ভাব্য দিন ২৪ সেপ্টেম্বর। প্রথম টেস্ট অক্টোবরের মাঝামাঝি।’ আগেভাগে কলম্বো গেলেও প্রস্তুতি ম্যাচ খেলার জন্য স্থানীয় কোনো দলকে বাংলাদেশের বিপক্ষে নামানোর ক্ষেত্রে অপারগতার কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছে এসএলসি। সে জন্য হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডকেও জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় পাঠানোর পরিকল্পনা বিসিবির। এটি হলে দুই দল মিলিয়ে বিশাল বহরকে বোর্ড চার্টার্ড ফ্লাইটেই কলম্বো পাঠাতে চায় বলে জানিয়েছেন আকরাম, ‘দুই দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফ মিলিয়ে ৫০-৬০ জনের বহর হবে। এঁদেরকে তাই চার্টার্ড ফ্লাইটেই পাঠানো যায় কি না, তা নিয়েও বোর্ডে আলোচনা চলছে।’

মন্তব্যসাতদিনের সেরা