kalerkantho

মঙ্গলবার । ৭ আশ্বিন ১৪২৭ । ২২ সেপ্টেম্বর ২০২০। ৪ সফর ১৪৪২

সেই ম্যাচে

মামুনুলের আচরণে হতাশ তাবিথ

৬ আগস্ট, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমামুনুলের আচরণে হতাশ তাবিথ

ক্রীড়া প্রতিবেদক : দুইবার করে করোনা পরীক্ষা করানো হচ্ছে। ক্যাম্প হবে একেবারে বিচ্ছিন্ন একটি অবকাশ কেন্দ্রে। বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে এমন সতর্কতা যাঁদের নিয়ে, সেই ফুটবলারদের একজন কিনা এই সময়ে প্রীতি ম্যাচ খেলে বেড়াচ্ছেন! ঈদের পর গত ৩ আগস্ট জাতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার মামুনুল ইসলাম ঘটিয়েছেন এমন কাণ্ড। চট্টগ্রামের সাতকানিয়ায় হাজারো দর্শকের উপস্থিতিতে স্থানীয় একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি আছে। মাঠের অবস্থা এবড়োখেবড়ো। তাতে যেকোনো দুর্ঘটনার ঝুঁকি থাকে। এমন মাঠে জাতীয় দলের কারো খেলতে নেমে পড়াটা উদ্বেগের। জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়াল ভীষণ মর্মাহত মামুনুলের এমন দায়িত্বজ্ঞানহীনতায়, ‘এটা খুবই হতাশাজনক। করোনার এই সময়ে ফুটবলাররা কিভাবে নিজেদের ফিট রাখবে তার জন্য সব রকম গাইডলাইন দেওয়া হয়েছে। এখন মনে হচ্ছে আমাদের নতুন করে আরো কিছু করতে হবে। কোচ এবং কমিটির অন্য সদস্যের সঙ্গে অবশ্যই এই বিষয়টি নিয়ে আমি আলাপ করব।’ কাল বাফুফে থেকেও এ বিষয়ে মামুনুলের কাছে জানতে চাওয়া হয়েছে। তিনি জানিয়েছেন সাতকানিয়ায় নিজের নানাবাড়িতে বেড়াতে গিয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যানের অনুরোধ ফেলতে পারেননি, ‘আমি যথেষ্ট সতর্ক থেকেই খেলেছি, ২০ মিনিট খেলে উঠে পড়েছিলাম।’ আন্তর্জাতিক টুর্নামেন্ট বা ম্যাচের আগে জাতীয় দলের ফুটবলারদের এমন আচরণ অবশ্য নতুন নয়।

মন্তব্যসাতদিনের সেরা