kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

মাঠের হাসি

৩১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাঠের হাসি

ইউরোপে খুলে গেছে ফুটবলের বন্ধ দুয়ার। এখানেও খোলার জন্য সামগ্রিক উদ্যোগ শুর’ হয়েছে। সব ঠিকঠাক থাকলে আক্টোবরে বাংলাদেশ ফিরছে ফুটবলে, জাতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের পাশাপাশি বসুন্ধরা কিংস খেলবে এএফসি কাপ। এ উপলক্ষে ফুটবলাররাও ঘর ছেড়ে এখন মাঠে নামতে শুর’ করেছেন। করোনার ভয়কে দূরে ঠেলে কিছুদিন ধরে মাঠে প্র্যাকটিস করছেন জাতীয় দলের কয়েকজন ফুটবলার। দলের অনুশীলন শুর’র আগে নিজেরাই উদ্যোগী হয়ে করছেন ফিটনেস ফেরাতে। সুবাদে শেখ রাসেল ক্রীড়াচক্রের মাঠে আশারাফুল রানা-বিশ্বনাথ-তপুসহ আরো কয়েকজনের দাপাদাপি এখন নিত্য চিত্র। রানা ও বিশ্বনাথের চোখেমুখে সেই আনন্দের প্রকাশ স্পষ্ট।       

ছবি : মীর ফরিদ

মন্তব্য