kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

১২ দিনে শেষ গ্রুপ পর্ব

বাংলাদেশের পছন্দের সময়ে বিশ্বকাপ

১৬ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে১২ দিনে শেষ গ্রুপ পর্ব

২০১৮ সালের ১৫ জুলাই লুঝনিকি স্টেডিয়ামে উৎসবে মেতেছিলেন আন্তোয়ান গ্রিয়েজমান-কিলিয়ান এমবাপ্পেরা। রাশিয়া ফুটবল বিশ্বকাপের ফাইনালের বছরপূর্তি হলো গতকাল। ফিফা দিনটি স্মরণীয় করল কাতার বিশ্বকাপের সময়সূচি জানিয়ে। ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর ফাইনালের দিনক্ষণ নির্ধারিত হয়েছিল আগেই। গতকাল জানানো হলো কোন সময়ে মাঠে গড়াবে ম্যাচগুলো। বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, পছন্দের সময়েই দেখা যাবে ম্যাচগুলো।

২১ নভেম্বর সোমবার আল বাইয়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে কাতার। ম্যাচ শুরু স্থানীয় সময় দুপুর ১টায়। বাংলাদেশ তিন ঘণ্টা এগিয়ে কাতারের চেয়ে। তাই বাংলাদেশি দর্শকরা টেলিভিশনে ম্যাচটি দেখবেন বিকেল ৪টায়। গ্রুপ পর্ব শেষ করা হবে মাত্র ১২ দিনে। এক দিনে গ্রুপ পর্বের ম্যাচ চারটি করে। প্রথম ম্যাচ শুরু বাংলাদেশ সময়ে বিকেল ৪টায়। এরপর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে রাত ১০টায়। চতুর্থ ম্যাচটাই শুধু গভীর রাতে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে সেটা। স্টেডিয়ামগুলোর দূরত্ব হবে ৪০ মাইলের মধ্যে, তাতে সুবিধাই হবে দর্শকদের জন্য।

নকআউটের ম্যাচগুলো অবশ্য রাতে। প্রথম ম্যাচ শুরু ৯টায়। দ্বিতীয় ম্যাচ রাত ১টায়। ১৮ ডিসেম্বর ফাইনাল মাঠে গড়াবে দোহার ৮০ হাজার দর্শকের লুসাইল স্টেডিয়ামে রাত ৯টায়। এশিয়ায় ফুটবল বিশ্বকাপ হচ্ছে এ নিয়ে দ্বিতীয়বার। ২০০২ সালে যৌথ আয়োজক ছিল জাপান ও দক্ষিণ কোরিয়া। ফিফা

মন্তব্যসাতদিনের সেরা