kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

আর নিষিদ্ধ নয় ম্যানসিটি

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআর নিষিদ্ধ নয় ম্যানসিটি

বুক থেকে পাথরই নামল যেন। সেই স্বস্তি পেপ গার্দিওলার চোখে-মুখে। কোচিং স্টাফদের সঙ্গে তুললেন সেলফি। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পর রীতিমতো অভিনন্দনের বন্যা। ম্যানচেস্টার সিটি যে আর ইউরোপে নিষিদ্ধ নয়। আর্থিক অনিয়মের জন্য গত ফেব্রুয়ারিতে উয়েফা তাদের ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিষিদ্ধ করেছিল দুই বছর। মানতে না পেরে ম্যানসিটি আপিল করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএসে)। গতকাল সেই রায়টাই দিয়েছেন সিএএস। তাতে পর্যাপ্ত প্রমাণের অভাবে তুলে নেওয়া হয়েছে দুই বছরের নিষেধাজ্ঞা। কমেছে উয়েফার করা ৩০ মিলিয়ন ইউরো জরিমানাও। এখন শুধু ১০ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হবে তাদের। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত স্পন্সরদের কাছ থেকে পাওয়া অর্থ বেশি দেখানোর অভিযোগ আনা হয়েছিল ম্যানসিটির বিপক্ষে। তবে শুনানি শেষে রায়ে সিএএস জানিয়েছেন, স্পন্সরের অর্থ বাড়িয়ে দেখানোর প্রমাণ পায়নি তারা। এর পরও জরিমানা করা হয়েছে উয়েফাকে পর্যাপ্ত সহযোগিতা না করায়। বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা