kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

ইউরোপার পথে টটেনহাম

১৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেইউরোপার পথে টটেনহাম

গত মৌসুমেও চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলেছে টটেনহাম। সেই তারা ছিটকে গিয়েছিল প্রিমিয়ার লিগের সেরা দশের বাইরে! হোসে মরিনহোর দল অবশ্য আর্সেনাল বাধা পেরিয়ে এখন স্বপ্ন দেখছে ইউরোর। পরশু নিজেদের মাঠে ২-১ গোলের জয়ে ৫২ পয়েন্ট নিয়ে টটেনহাম উঠে এসেছে ৮ নম্বরে। ছয়ে থাকা উলভারের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টের। টটেনহামের হয়ে ১৯ মিনিটে সন হিউং মিন ও ৮১ মিনিটে অপর গোলটি টবি আল্ডারভাইরেল্ডের। আর্সেনালের একমাত্র গোলটি ১৬ মিনিটে আলেকজান্দার লাকাজেতের। অপর ম্যাচে বোর্নমাউথের কাছে ৪-১ গোলে হেরেছে লিস্টার সিটি। এর পরও ৩৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিস্টার রয়েছে চারে। গতকাল জিতে থাকলে ম্যানইউ পেছনে ফেলবে তাদের।

সিরি ‘এ’তে ২-২ গোলে ড্র করেছে নাপোলি ও এসি মিলান। জেনারো গাত্তুসো মিলানের কোচের দায়িত্ব ছেড়েই এসেছেন নাপোলিতে। নিজের পুরনো দলের বিপক্ষে জেতা হলো না তাঁর। ৩২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে নাপোলি ছয়ে আর ৫০ পয়েন্ট নিয়ে এসি মিলান আছে সাতে। এদিকে লা লিগায় মায়োরকাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ একপ্রকার নিশ্চিত করে ফেলেছে সেভিয়া। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তারা এখন চারে। ইএসপিএন

মন্তব্যসাতদিনের সেরা