kalerkantho

মঙ্গলবার  । ২০ শ্রাবণ ১৪২৭। ৪ আগস্ট  ২০২০। ১৩ জিলহজ ১৪৪১

ক্যাম্প হবে কোথায়?

১২ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্যাম্প হবে কোথায়?

ক্রীড়া প্রতিবেদক : আবারও জাতীয় দলের ফুটবলারদের নিয়ে উজ্জীবনী বৈঠক! উদ্দেশ্য আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। প্রস্তুতি হিসেবে আগস্টে আইসোলেটেড ট্রেনিং ক্যাম্প শুরুর ঘোষণা পুরনো। প্রধান কোচ জেমি ডে’র সঙ্গে অন্য কোচিং স্টাফরা থাকবেন ক্যাম্পে। তবে ক্যাম্প কোথায় হবে, সেটা চূড়ান্ত হয়নি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি রিসোর্টের সঙ্গে আলাপ চলছে বলে দাবি করেছেন জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়াল। ক্যাম্প হবে সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা মেনে। তবে দুটি প্রস্তুতি ম্যাচের কথা বললেও দেশের সঙ্গে বহির্বিশ্বের বিমান যোগাযোগ স্বাভাবিক না হওয়ায় তা অনিশ্চিত। খেলোয়াড়দের ফিটনেসের ওপর জোর দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ মনে করেন, ‘আগামী দুই সপ্তাহ ফুটবলারদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাদেরকে বিশেষভাবে সজাগ থাকতে হবে। কারণ এর পরপরই তারা ট্রেনিং ক্যাম্পে যোগ দেবে।’ তার আগে কভিড-১৯ পরীক্ষা করানো হবে ফুটবলারদের। ৩০-৪০ জন ফুটবলারকে ডাকা হতে পারে জাতীয় দলের ক্যাম্পে।

মন্তব্য