kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

বার্সেলোনার ৯০০০

৭ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবার্সেলোনার ৯০০০

ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে নতুন মাইলফলকে বার্সেলোনা। আনসু ফাতির চতুর্থ গোলটি ছিল ঐতিহ্যবাহী ক্লাবটির ৯০০০তম। ১৯০৯ সালে প্রথম গোলের পর এই মাইলফলকে পৌঁছাতে সময় লাগল ১১১ বছর।

►  ১৯০৯ সালের ৫ এপ্রিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম গোল করেছিলেন রোমা ফর্নস।

►  ৯০০০ গোলের মধ্যে লিওনেল মেসিই করেছেন প্রায় ৭ শতাংশ গোল। বার্সায় তিনি খেলছেন ১৫ বছর ধরে।

►  ভিয়ারিয়ালের বিপক্ষে লক্ষ্যভেদে লুই সুয়ারেস এখন বার্সার যৌথ তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। ছুঁয়েছেন লাজলো কুবালার ১৯৪ গোলের কীর্তি।

►  ২০১১-১২ মৌসুমে বার্সা করেছে সর্বোচ্চ ১৯০ গোল।

মন্তব্য