kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

দুই অলরাউন্ডারের লড়াইও

৭ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেদুই অলরাউন্ডারের লড়াইও

শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। করোনা মহামারিতে মার্চ থেকে বন্ধ থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে আগামীকাল। সাউদাম্পটনে তিন টেস্টের সিরিজের প্রথমটিতে মুখোমুখি ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ নিয়ে বিবিসিতে নিজের কলামে ক্যারিবিয়ান তারকা কার্লোস ব্রাথওয়েট লিখেছেন, ‘লড়াইটা বিশ্বসেরা দুই অলরাউন্ডার জেসন হোল্ডার ও বেন স্টোকসের। দুজনই অধিনায়ক আর দলের অন্যতম সেরা পারফরমার। তাঁদের দিকেই তাকিয়ে দুই দল।’

ভুল বলছেন না ব্রাথওয়েট। টেস্ট র‌্যাংকিংয়ে ৪৭৩ রেটিং পয়েন্ট নিয়ে জেসন হোল্ডার এখন অলরাউন্ড র‌্যাংকিংয়ের শীর্ষে। গত বছরের জানুয়ারি থেকে ধরে রেখেছেন জায়গাটা। জো রুটের বদলে প্রথম টেস্টে নেতৃত্ব পাওয়া বেন স্টোকস রয়েছেন দুইয়ে। তাঁর রেটিং পয়েন্ট ৪০৭। গত বিশ্বকাপ জয়ের এ নায়ক ২০০৬ সালে অ্যান্ড্রু ফ্লিনটফের পর প্রথম অলরাউন্ডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডকে। পরিসংখ্যান জানাচ্ছে ব্যাটে-বলে হোল্ডারের চেয়ে এগিয়ে ফ্লিনটফ। ৪০ টেস্টে তিন সেঞ্চুরিসহ ৩২.৭২ গড়ে হোল্ডারের রান ১৮৯৮। ২৬.৩৭ গড়ে উইকেট ১০৬টি। ৬৩ টেস্টে ৩৬.৫৪ গড়ে ৯ সেঞ্চুরিসহ ফ্লিনটফের টেস্ট রান ৪০৫৬। ৩২.৬৮ গড়ে উইকেট ১৪৭টি। প্রথমবার টেস্টে নেতৃত্ব দিলেও তাঁকে আগে থেকেই নেতা মেনে এসেছেন ইংলিশ ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি, ‘দলে এখনই বড় নেতা স্টোকস। তাই প্রথম টেস্টে নেতৃত্ব দিতে সমস্যা হবে না ওর। অনেক ম্যাচের অভিজ্ঞতা আছে স্টোকসের। আমার মনে হয় ভালো অধিনায়ক হতে যাচ্ছে ও।’

গত বছর নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ক্রাউলির। চার টেস্টে রান করেছেন ২৭.৩৩ গড়ে। ইংল্যান্ডের তিন দিনের প্রস্তুতি ম্যাচে জোফ্রা আর্চার ও মার্ক উডদের সামলে করেছিলেন ৪৩ ও ৩৪। এ দুই পেসারকে নিয়ে আশাবাদী ক্রাউলি, ‘আর্চার, উড দুজনই খুব ভালো করছে নেটে। ওদের সতেজ দেখাচ্ছে। আর্চারের কনুইয়ে সমস্যা ছিল। এখন সেটা নেই।’

ওয়েস্ট ইন্ডিজের ৩১ বছর বয়সী ব্যাটসম্যান শামারাহ ব্রুকস নামতে পারেন ৩ নম্বরে। ৩ টেস্টের ক্যারিয়ারে ব্রুকসের সেঞ্চুরি আছে একটি, ব্যাটিং গড় ৩৪.৮০। ওয়েস্ট ইন্ডিজের প্রথম প্রস্তুতি ম্যাচে অপরাজিত ছিলেন ৬৬ রানে। বিবিসিতে লেখা কলামে তাঁকে নিয়ে কার্লোস ব্রাথওয়েটের আশাবাদ, ‘দুই বছর আগে ভারতীয় এ দলের বিপক্ষে ১২২ ও ৯১ রানের দুটি ইনিংসের পর রাহুল দ্রাবিড় ওর সম্পর্কে খোঁজ নিয়েছিল আমার কাছে। দ্রাবিড় বলেছে, আমাদের ভবিষ্যৎ তারকা ব্রুকস। এই সফরে এর ঝলক দেখা যেতে পারে।’ বিবিসি

মন্তব্য