kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

আবারও গোল করে দলকে জেতাতে চান সাদ

৫ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেআবারও গোল করে দলকে জেতাতে চান সাদ

ক্রীড়া প্রতিবেদক : কখনো জিমে ঘাম ঝরাচ্ছেন, কখনো বা বাড়ির পাশের মাঠটায় পুরো একটা বেলা কাটাচ্ছেন বল নিয়ে—খেলা নেই তবু খেলার বাইরে থাকলে হয় কী করে সাদ উদ্দিনের! জাতীয় দলের হয়ে সর্বশেষ গোলটি তাঁর। তাও সে কী গোল! ভরা সল্টলেক স্টেডিয়াম স্তব্ধ করে। বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে সেই ম্যাচটি জিততে জিততেও শেষ পর্যন্ত ড্র করে বাংলাদেশ। সেই ভারতকে নভেম্বরে বাংলাদেশের মাটিতেই এবার হারানোর বড় স্বপ্ন জাতীয় দলের প্রত্যেক ফুটবলারের, সাদের ইচ্ছাটা তো আরো প্রবল।

‘ভারতের বিপক্ষে ওই ম্যাচটি জিততে না পারা আমাদের সবাইকে পুড়িয়েছে। এবার ঘরের মাঠে অবশ্যই সুযোগটা কাজে লাগাতে চাই। ব্যক্তিগতভাবেও চাই আগের ম্যাচের মতোই গোল করে দলকে এগিয়ে দিতে। এবার পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই আমরা।’ আগস্টের শুরুতেই খেলোয়াড়দের করোনা পরীক্ষা ও কোয়ারেন্টিন শেষে পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে যাবে অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের বাকি চারটি ম্যাচের জন্য। যার তিনটিই বাংলাদেশ খেলবে ঘরের মাঠে। ৮ অক্টোবর প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, তাদের বিপক্ষে অ্যাওয়েতে ১-০তে হার ছিল, ভাগ্য সহায় হলে ম্যাচটি সমতায়ও শেষ হতে পারত। ঘরের মাঠে তাদের বিপক্ষেও জয়ের লক্ষ্য জেমি ডে’র দলের। অক্টোবরের দ্বিতীয় ম্যাচটি কাতারের বিপক্ষে অ্যাওয়ে। ১২ নভেম্বর আবার ঘরের মাঠে প্রতিপক্ষ ভারত। কাতারে এরই মধ্যে খেলোয়াড়রা মাঠে নেমে পড়লেও বাংলাদেশের মতোই করোনা পরিস্থিতিতে ভারতীয়রাও ঘরবন্দি। তবে ইগর স্টিমাকস বসে নেই। ক্রোয়েশিয়ায় বসেই তিনি পরিকল্পনা সাজাচ্ছেন দল নিয়ে। এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ৮ অক্টোবর কাতারের বিপক্ষে হোম ম্যাচের আগে আট সপ্তাহ প্রস্তুতির সময় চান তিনি। তাঁর চাওয়া ক্যাম্পটা দেশের বাইরেই হোক। ক্রোয়েশিয়া, তুরস্ক ও স্লোভেনিয়ার নাম প্রস্তাব করেছেন তিনি। ভারতের ম্যাচটি ভুবনেশ্বরে, শেষ পর্যন্ত সেখানেও হতে পারে ক্যাম্প।

শুরুতে জেমিরও চাওয়া ছিল দেশের বাইরে ক্যাম্প। বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে বাফুফে তাতে সাড়া দেয়নি। ঢাকায় অথবা ঢাকার বাইরে কোথাও হতে পারে ক্যাম্প। জেমির মতো স্টিমাকসও চেয়েছেন বাছাইয়ের আগে দেশি-বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে। বিদেশি দলের বিপক্ষে সেই প্রস্তুতি ম্যাচ খেলার আশা কোনো কোচেরই পূরণ হবে কি না, এখনো বলা যাচ্ছে না। ৩ পয়েন্ট নিয়ে ভারত আছে টেবিলের চার নম্বরে, তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের পয়েন্ট ৪। ঘরের মাঠে এই দুই দলের বিপক্ষে জয়ে বাংলাদেশও পয়েন্ট টেবিল উলটপালট করে দিতে পারে। তৃতীয় স্থানে গ্রুপ পর্ব শেষ করতে পারলে ২৪ দলের এশিয়ান কাপ বাছাইয়ে সরাসরি ঢুকে যাওয়ার সুযোগ থাকবে।

মন্তব্য