kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

জিদান চান মেসি থাকুক

৪ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজিদান চান মেসি থাকুক

বার্সেলোনায় একটা টানাপড়েন চলছে, এটা সবার জানা। এর ফলে লিওনেল মেসিও যে ক্লাব ছেড়ে যেতে পারেন—এটাই বড় খবর। বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে স্প্যানিশ রেডিও কেদেনা সার এমন খবরই দিয়েছে যে, মেসি নতুন চুক্তিতে আগ্রহ দেখাচ্ছেন না। বিষয়টা এমন আলোড়ন তোলে যে গেতাফের বিপক্ষে ম্যাচ শেষে জিনেদিন জিদানকেও এ ব্যাপারে মন্তব্য করতে হয়।

কী বলেছেন সাম্প্রতিক সময়ে সাফল্যে রিয়ালের পাল্লা ভারী করা জিদান? তিনি মেসির থেকে যাওয়াই চাইছেন, ‘আমি ঠিক জানি না মেসির চুক্তি নিয়ে এই মুহূর্তে কী চলছে। তবে আমি চাই না ও চলে যাক। কারণ ও এই লিগে আছে। আর আমরা চাই তার মতো সেরার সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে।’ মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। কিন্তু এই মুহূর্তে চুক্তি নবায়নের সব আলোচনা তিনি থামিয়ে দিয়েছেন বলেই খবর। আর বর্তমান চুক্তির শর্ত অনুযায়ী মেয়াদ শেষে আর্জেন্টাইন তারকা চাইলেই ক্লাব ছাড়তে পারবেন। গোলডটকম

মন্তব্যসাতদিনের সেরা