kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

চেলসিকে হারাল ওয়েস্ট হাম

৩ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচেলসিকে হারাল ওয়েস্ট হাম

লিভারপুল দাপটে জিতেছে প্রিমিয়ার লিগ। এর পরও শেষ হয়ে যায়নি সব আকর্ষণ। সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ খেলার লড়াইটা উপভোগ্য হচ্ছে প্রতিদিনই। পরশু লিস্টার সিটি ২-১ গোলে হেরেছে এভারটনের কাছে। আর জোড়া গোল করেও চেলসিকে জেতাতে পারেননি উইলিয়ান। ৩-২ ব্যবধানে তাদের হারিয়েছে ওয়েস্ট হাম। আন্দ্রি ইয়ারমোলেঙ্কোর ৮৯ মিনিটের গোলে নাটকীয় জয় ওয়েস্ট হামের। ৩২ ম্যাচ শেষে লিস্টারের পয়েন্ট ৫৫, চেলসির ৫৪, ম্যানইউর ৫২ আর উলভসের ৫২। এই চার দলের শুধু দুটির সুযোগ আছে সেরা চারে থাকার। কেননা লিভারপুল যেমন চ্যাম্পিয়ন হয়ে গেছে তেমনি ম্যানসিটিরও রানার্স-আপ হওয়াটা একপ্রকার সময়ের অপেক্ষা।

এদিকে ইতালিয়ান সিরি ‘এ’তে ব্রেসিয়াকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে ইন্টার মিলান। তবে ১০ জনের স্পালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এসি মিলান। লা লিগায় নতুন কোচের অধীনেও ভ্যালেন্সিয়া ২-০ গোলে হেরেছে অ্যাথলেতিক বিলবাওয়ের সঙ্গে। ইএসপিএন

মন্তব্যসাতদিনের সেরা