kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে সিরিজ পেছাল

১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগস্টেই ক্রিকেট ফেরার কথা ছিল অস্ট্রেলিয়ায়। ৯, ১২ ও ১৫ আগস্ট অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে জিম্বাবুয়ের বিপক্ষে সূচি ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গতকাল স্থগিত হয়ে গেছে সিরিজটি। তাই আপাতত ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজাদের যাওয়া হচ্ছে না অস্ট্রেলিয়ায়। দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি, ‘দুই পক্ষই হতাশ সিরিজটা পেছানোয়। তবে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বুঝতে পেরেছে খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল, স্বেচ্ছাসেবী ও সমর্থকদের ভালোর কথা চিন্তা করলে এটাই সবচেয়ে সঠিক ও যুগোপযোগী সিদ্ধান্ত।’

এ নিয়ে করোনার কারণে চারটি সিরিজ খেলা হলো না জিম্বাবুয়ের। এর আগে স্থগিত হয়েছে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ। ক্রিকেট অস্ট্রেলিয়া

মন্তব্যসাতদিনের সেরা