kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

কলিনদ্রেসের বিকল্প খুঁজছে কিংস!

৬ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে



কলিনদ্রেসের বিকল্প খুঁজছে কিংস!

ক্রীড়া প্রতিবেদক : বেশি দুশ্চিন্তায় ছিল তারা খেলোয়াড় রেজিস্ট্রেশন নিয়ে। এএফসির এক সভায় সেই দুশ্চিন্তা উড়ে গেছে বসুন্ধরা কিংসের। কেউ মাত্রাতিরিক্ত বেতন দাবি করলে তার সঙ্গে নতুন চুক্তিতে যাবে না বাংলাদেশ চ্যাম্পিয়নরা। বসুন্ধরা কিংসের সভাপতি মনে করেন, ‘এএফসি কাপের জন্য আমরা নতুন খেলোয়াড় নিতে পারব। দেখেশুনে নতুন বিদেশিও নিতে পারব। এটা আমাদের জন্য ভালো একটা সুযোগ।’ এএফসি গতকাল জানিয়েছে, ক্লাব চাইলে তার পুরো দল বদলে ফেলতে পারবে! 

গত মে মাসে ড্যানিয়েল কলিনদ্রেসের সঙ্গে চুক্তি শেষ হয়েছে বসুন্ধরা কিংসের। ক্লাবের একটা সূত্র বলছে, এই কোস্টারিকান বিশ্বকাপার নতুন চুক্তি করতে আগ্রহী তবে টাকা চাইছেন অনেক বেশি। অথচ করোনা মহামারিতে অন্যান্য ফুটবলাররা যখন ছাড় দিচ্ছে সেখানে চড়া দাম হাঁকাচ্ছেন ড্যানিয়েল! কিংস প্রেসিডেন্ট এখনো কোনো সিদ্ধান্ত নেননি, ‘কলিনদ্রেসের সঙ্গে চুক্তি করতে হলে পুরো মৌসুমের জন্য করতে হবে। কিন্তু এএফসি কাপের আগে এই তিন মাস তাঁকে বসিয়ে বেতন দিতে হবে। এরপর টুর্নামেন্ট শেষ হলে দেশের ঘরোয়া ফুটবলের কী হবে, তার কোনো ঠিক-ঠিকানা নেই। তাই চুক্তির আগে অনেক কিছু ভাবনার আছে।’

এই কোস্টারিকানের তুলনায় ক্লাবের অন্য বিদেশিরা করোনা মহামারিতে অনেক বেশি মানবিক এবং ক্লাবের আর্থিক সীমাবদ্ধতাও বিবেচনায় নিচ্ছেন। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে না মিললেও কোনো সমস্যা দেখেন না কিংস সভাপতি, ‘ঢাকা মাঠে তো কিছু ভালো বিদেশি আছে। তাদের মধ্য থেকে দু-একজনকে দেখেশুনে নিয়ে নিতে পারি এএফসি কাপের জন্য। এ ছাড়া চারদিকে খোঁজখবর করে নতুন বিদেশি আনার সুযোগ তো আছে।’

কাল এএফসির সঙ্গে সভার পর হার্নান বারকোসকে খবর পাঠানো হচ্ছে ১৫ আগস্টের মধ্যে ঢাকায় ফিরতে। টিসি স্পোর্টসের বিপক্ষে এই আর্জেন্টাইনের চার গোলে বসুন্ধরা কিংসের দুর্দান্ত অভিষেক হয়েছিল এএফসি কাপে। তারা সেপ্টেম্বরের শুরু থেকে পুরোদমে প্রস্তুতি শুরু করতে চায়।

মন্তব্য



সাতদিনের সেরা