kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

পোর্তোর হোঁচট

৫ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপোর্তোর হোঁচট

বুন্দেসলিগার পর করোনা-পরবর্তী জমানায় মাঠে ফুটবল ফিরেছে পর্তুগালেও। ফেরার দিনই হোঁচট খেয়েছে এফসি পোর্তো। ফেমালিকাওয়ের মাঠে ২-১ গোলে হেরে শিরোপাস্বপ্নে বড় ধাক্কা খেয়েছে লিগ লিডাররা। কারণ গতকাল রাতে নিজেদের ম্যাচ জিতে থাকলে পোর্তোকে দুইয়ে ঠেলে শীর্ষে উঠে আসবে বেনফিকা। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯ আর এক ম্যাচ বেশি খেলা পোর্তোর ৬০।

মন্তব্যসাতদিনের সেরা