kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

ফাহাদ, তাহসিনেরও ভালো হলো না

৫ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফাহাদ, তাহসিনেরও ভালো হলো না

ক্রীড়া প্রতিবেদক : অনলাইন এশিয়ান জুনিয়র দাবায় সেরা দশেও থাকতে পারেনি বাংলাদেশের দুই দাবাড়ু ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ হয়েছে ১২তম, তাহসিন ২১ প্রতিযোগীর মধ্যে ২০তম। করোনাকালে খেলা একেবারে না থামিয়ে অনলাইন প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছে আন্তর্জাতিক দাবা সংস্থা। তাতে নিয়মিত আয়োজনগুলোর মধ্যে এশিয়ান জুনিয়র দাবাই প্রথম হলো।

ফাহাদের মনে হয়েছে অনলাইনে অনভ্যস্ততার কারণে জড়তা কাজ করেছে তার মধ্যে, ‘অনলাইনে আমরা দাবা খেলি, তবে সেটা অনুশীলন হিসেবেই। এভাবে টুর্নামেন্ট কমই খেলেছি। বাইরের দেশের খেলোয়াড়দের অনলাইনে অভ্যস্ততা বরং বেশি। এই টুর্নামেন্টে যে পাঁচজন জিএম খেলেছে তারা বেশ ভালো মানের। সেখানে কিছুটা জড়তার জন্যও আমরা পিছিয়ে পড়েছি।’ আসরে চ্যাম্পিয়ন হয়েছে উজবেকিস্তানের ১৬ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার আব্দুস সাত্তরভ। ৯ খেলায় সাড়ে ৭ পয়েন্ট তার। ইরানের আন্তর্জাতিক মাস্টার আর্শ তাহবাজ রানার-আপ হয়েছে সাড়ে ৬ পয়েন্ট নিয়ে। ৬ পয়েন্ট চার দাবাড়ুর। সাবেক বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়ন মাগশুদলু পারহাম পেয়েছে ৫ পয়েন্ট। র‌্যাপিড দাবার এ আসরে ফাহাদের সংগ্রহ সাড়ে ৪ পয়েন্ট। হারিয়েছে সে নিউজিল্যান্ডের ফিদে মাস্টার ফ্যান এলেন, ভারতের আন্তর্জাতিক মাস্টার কৌস্তভ চ্যাটার্জি ও নিউজিল্যান্ডের আরেক ফিদে মাস্টার গং ডেনিয়েলকে। একমাত্র ড্র ভারতের আরাধ্য গার্গের সঙ্গে। ইরানি মাগশুদলুর মুখোমুখি হয়েছিল সে দ্বিতীয় রাউন্ডেই, হার ছিল সে ম্যাচে। ১৫ বছর বয়সী তাহসিন ভারতীয় জুনিয়র চ্যাম্পিয়ন আরাধ্যসহ হারিয়েছে গং ডেনিয়েলকে, বাই পেয়েছে আরেকটি ম্যাচ। আগের দিন মেয়েদের বিভাগে নোশিন আঞ্জুম হয়েছে ১৫তম।

মন্তব্যসাতদিনের সেরা