kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

ইংল্যান্ড যাচ্ছেন না ব্রাভো-হেটমায়ার

৪ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইংল্যান্ড যাচ্ছেন না ব্রাভো-হেটমায়ার

করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছেন না ড্যারেন ব্রাভো। সুযোগ পেয়েও সরে দাঁড়িয়েছেন শিমরন হেটমায়ার ও কিমো পল। তিন টেস্টের সিরিজ খেলতে আগামী সপ্তাহে দেশ ছাড়ার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। কিন্তু এই সিরিজের জন্য বিবেচনায় থাকার পরও ইংল্যান্ডে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাভো, হেটমায়ার ও কিমো পল। এই তিন খেলোয়াড়কে বাদ দিয়েই তাই গতকাল ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

জেসন হোল্ডারের নেতৃত্বে গঠিত দলে নতুন মুখ মিডল অর্ডার ব্যাটসম্যান এনক্রুমা বোনার ও পেসার চেমার হোল্ডার। তাঁদের সঙ্গে ৮ জুন ইংল্যান্ডগামী চার্টার্ড বিমানে উঠবেন রিজার্ভ বেঞ্চের আরো ১১ খেলোয়াড়। ক্রিকইনফো হ

ওয়েস্ট ইন্ডিজ দল : জেসন হোল্ডার (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনার, ক্রেগ ব্রাথওয়েট, শামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেস, রাহকিম কর্নওয়াল, শেন ডরিচ, চেমার হোল্ডার, শাই হোপ, আলজারি জোসেপ, রেমন রেইফার, কেমার রোচ।

মন্তব্যসাতদিনের সেরা