kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

আজই অনুশীলনে লঙ্কানরা

১ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজুলাইয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ক্রিকেটসহ শরীর স্পর্শ করতে হয় না, এমন খেলা শুরুর অনুমতি পরশু দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ১৩ ক্রিকেটার নিয়ে ঘোষণা দিল আবাসিক ক্যাম্প শুরুর। মূলত বোলারদের নিয়ে আজ থেকে কলম্বো ক্রিকেট ক্লাবে শুরু হচ্ছে অনুশীলন।

অনুশীলনে থাকবেন চার সদস্যের একটি কোচিং দল ও সহায়তাকর্মী। কঠোর স্বাস্থ্যবিধির জন্য খেলোয়াড়দের এই সময়ে হোটেলেই থাকতে হবে। ১২ দিনের ক্যাম্প শেষে তাঁরা অনুমতি পাবেন হোটেল ছাড়ার। আজ হোটেলেই ফিটনেস নিয়ে কাজ করবেন ক্রিকেটাররা। মাঠের অনুশীলন শুরু হবে আগামীকাল। জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজ রয়েছে শ্রীলঙ্কার। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সিরিজটি নিয়ে এখনো সবুজ সংকেত দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এএফপি

মন্তব্যসাতদিনের সেরা