kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

মেসির উপলব্ধি

১ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনার প্রভাব থামবে কত দিনে? কারো জানা নেই। আর্জেন্টিনা ও বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি অবশ্য এর সঙ্গে মানিয়ে চলার নিয়তিই মেনে নিচ্ছেন। এ জন্য ‘এল পাইস’কে দেওয়া সাক্ষাৎকারে আফসোস ঝরল তাঁর কণ্ঠে, ‘ফুটবল আর কখনো আগের মতো হবে না। আমার মনে হয় শুধু ফুটবল নয়, জীবনই স্বাভাবিক হবে না আর। অনেকে স্বজন হারিয়েছেন; কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়ায় পর্যন্ত যেতে পারেননি। খুবই বেদনার এটা।’ এল পাইস

মন্তব্যসাতদিনের সেরা