kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

পিএসজিতে পাকাপাকি ইকার্দি

১ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপিএসজিতে পাকাপাকি ইকার্দি

এক মৌসুমের জন্য ইন্টার মিলান থেকে পিএসজিতে এসেছিলেন ধারে। পাশাপাশি মাউরো ইকার্দিকে পাকাপাকি কিনে নেওয়ার সুযোগও ছিল। সেটাই কাজে লাগাল ফরাসি ক্লাবটি। করোনার এই ক্রান্তিকালে ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ২০২৪ সাল পর্যন্ত ইকার্দিকে নিজেদের করে নিয়েছে তারা। থাকছে আট মিলিয়ন ইউরোর শর্ত সাপেক্ষে বোনাসও। পিএসজির হয়ে গত মৌসুমে ৩১ ম্যাচে ২০ গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্ট ছিল এ আর্জেন্টাইনের। নেইমার-এমবাপ্পেদের মধ্যেও আলো কাড়ায় তাঁকে স্থায়ীভাবে রেখে দিল ফরাসি চ্যাম্পিয়নরা। গোল ডটকম

মন্তব্য