kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

এস এম সালাহউদ্দিন চলে গেলেন

১ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : মোহামেডান ও জাতীয় দলের সাবেক ফুটবলার এস এম সালাহউদ্দিন আর নেই। করোনা উপসর্গ নিয়ে গতকাল নারায়ণগঞ্জে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

নব্বইয়ের দশকের শুরুতে মোহামেডান ও জাতীয় দলে খেলা এ ডিফেন্ডার খেলা ছাড়ার পর নারায়ণগঞ্জ ফুটবলের সঙ্গে জড়িয়ে ছিলেন সরাসরি। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি তিনি নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০১৫ সালে সিলেটে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপজয়ী দলের ম্যানেজার ছিলেন সালাহউদ্দিন। খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন বিজেএমসি দিয়ে, এরপর ফরাশগঞ্জের হয়ে মোহামেডানে খেলেন তিন বছর। ১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ছিলেন জাতীয় দলের সদস্য। ১৯৮৯ সালে তাঁর সঙ্গে প্রেসিডেন্ট গোল্ড কাপে খেলা বসুন্ধরা কিংসের বর্তমান টেকনিক্যাল ডিরেক্টর বি এ জুবায়ের বন্ধু হারানোর শোকে আচ্ছন্ন, ‘নারায়ণগঞ্জের কৃতী সন্তান সালাহউদ্দিন, তাঁকে ভোলা যাবে না।’ সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

মন্তব্য