kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

নাভ্রাতিলোভা-ওসাকাদের ‘যুদ্ধ’

১ জুন, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনার মহামারিতেও ক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্র। আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে শেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক শভিনের চেপে বসা মানতে পারছেন না তাঁরা। মিনেপোলিস শহরের এই ছবি আগুন জ্বালিয়েছে দেশটিতে, যা সামাল দিতে সেনাবাহিনীকে তৈরি থাকতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদের ‘যুদ্ধে’ শামিল হয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। একাধিক টুইট ও রিটুইট করে টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা প্রশ্ন তুলেছেন, প্রতিবাদের ঝড় ট্রাম্প সামলাবেন কিভাবে? নাওমি ওসাকাও গতকাল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনার সঙ্গে এমনটা ঘটেনি। এর অর্থ এই নয় কখনই ঘটবে না।’

যুক্তরাষ্ট্রের ১৬ বছরের টেনিস তারকা কোকা গফ টুইটারে শেয়ার করেছেন একটি টিকটক ভিডিও। পুলিশি অত্যাচারে নিহত আফ্রিকান-আমেরিকানদের মুখ ও পরিচয় ভেসে উঠেছে তাতে। সবশেষে দুই হাত কাঁধের ওপর তুলে লিখেছেন, ‘এরপর কি আমি?’ বাস্কেটবল তারকা লেব্রন জেমসও মানতে পারছেন না এমন অন্যায়, ‘আমাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে সেটা একেবারেই ঠিক নয়।’ এপি

মন্তব্যসাতদিনের সেরা