kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

রোডসের সেরা...

৩১ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসর্বকালের অন্যতম সেরা ফিল্ডার বলা হয় জন্টি রোডসকে। তবে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার পমি এমবাংওয়ার ইনস্টাগ্রাম লাইভে সর্বকালের সেরা হিসেবে খোদ রোডস নিলেন এবি ডি ভিলিয়ার্সের নাম, ‘এবি ডি ভিলিয়ার্স। ও উইকেটকিপার, স্লিপে দাঁড়ায়, মিড-অফ, লংঅনেও ফিল্ডিং করে। আমার চোখে ওই সেরা।’ পিটিআই

মন্তব্য