kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

ইংল্যান্ডে খেলবে ক্যারিবীয়রা

৩১ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগ্রীষ্মটা ভেসে যাচ্ছে না ইংল্যান্ডের। জুলাইয়ের শেষ দিকে টেস্ট সিরিজ খেলতে আগেই রাজি হয়েছে পাকিস্তান। এবার জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরে সম্মতি জানাল ওয়েস্ট ইন্ডিজও। টেস্ট সিরিজের তিনটি ম্যাচ খেলার সবুজ সংকেত দিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। এখন শুধু ক্যারিবিয়ান অঞ্চলের সরকারগুলোর অনুমোদনের অপেক্ষায় তারা। শুরুতে দ্বিধায় থাকলেও জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করাসহ অন্যান্য বিষয়ে দুই দেশের বোর্ডের চিকিৎসক প্রতিনিধিদের আলোচনার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ক্যারিবিয়ান বোর্ড। পাশাপাশি ক্ষতি কমাতে খেলোয়াড় ও স্টাফদের ১ জুলাই থেকে বেতনের ৫০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

ইংল্যান্ডে সফর নিয়ে বোর্ডের প্রধান নির্বাহী কলিন গ্রেভ আশাবাদী, ‘ইসিবি তাদের নতুন পরিকল্পনায় অনেক আশাবাদী। আমাদের চিকিৎসক প্রতিনিধিরাও তাঁদের পরিকল্পনা নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেছে। ইংল্যান্ডে সাত সপ্তাহের জন্য ক্রিকেট খেলতে গেলে কেমন হবে এর পরিষ্কার ধারণা পেয়েছি আমরা।’

দুই দলের তিন ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা ছিল ৪ জুন। করোনার প্রভাবে স্থগিত হয়ে যায় সেটা। নতুন সূচিতে সাউদাম্পটন ও ম্যানচেস্টারে হতে পারে টেস্ট তিনটি। সাউদাম্পটনে প্রথম টেস্ট শুরু হবে ৮ জুলাই। ম্যানচেস্টারে ১৬ ও ২৪ জুলাই পরের দুটি টেস্ট। সিরিজ শুরুর আগে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকবেন খেলোয়াড়রা। কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে তাঁকে রাখা হবে আলাদা করে। এ জন্যই কভিড-১৯ বদলি নামানোর নিয়ম চালুর দাবি করেছে ইংল্যান্ড। ক্রিকইনফো

মন্তব্য