kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

খেলবেন মারে

৩০ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখেলবেন মারে

করোনার মধ্যেই টেনিস ফিরছে ইংল্যান্ডে। প্রতিযোগিতামূলক টেনিস নয় অবশ্য। ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেসহ ব্রিটেনেরই আরো বেশ কয়েকজন খেলোয়াড় চ্যারিটির জন্য নামছেন টেনিস কোর্টে। যে অর্থ দেওয়া হবে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা খাতে। আগামী ২৩ খেকে ২৮ জুন জাতীয় টেনিস সেন্টারে হবে এ আসর।

 

মন্তব্যসাতদিনের সেরা