kalerkantho

শুক্রবার । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৯  মে ২০২০। ৫ শাওয়াল ১৪৪১

শুরু হচ্ছে লা লিগাও

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশুরু হচ্ছে লা লিগাও

লিওনেল মেসি, করিম বেনজিমা, জোয়াও ফেলিক্সরা ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন আগেই। দল হিসেবে অনুশীলনের অনুমতিও মিলেছে সরকারের কাছ থেকে। ওদিকে স্পেনের সামগ্রিক করোনাভাইরাস পরিস্থিতিও উন্নতির পথে। সব মিলিয়ে লা লিগার প্রত্যাবর্তনটা মনে হচ্ছে সময়ের ব্যাপার। ‘ফুটবল এসপানা’ জানাচ্ছে, সে সময়টা ১২ জুন।

মন্তব্যসাতদিনের সেরা