kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

ক্লাব না জাতীয় দল

২২ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআবারও ইউরোপিয়ান ফুটবল শুরু করতে প্রত্যয়ী উয়েফা। সংস্থাটির প্রেসিডেন্ট আলেকজান্দার সেফরিনের ঘোষণা, দরকার হলে দর্শকহীন গ্যালারিতে আয়োজন করা হবে বন্ধ থাকা ইউরোপিয়ান লিগগুলো। সেপ্টেম্বরে আবার শুরু হচ্ছে লাতিন অঞ্চলের বিশ্বকাপ ফুটবল বাছাই পর্ব। প্রথম দুই রাউন্ডের সূচি ৪ থেকে ৮ সেপ্টেম্বর। শুরু হবে নেশনস লিগের খেলা। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না হওয়ায় ফিফাও বসে থাকবে না। উয়েফা আবার চায় ২০২০-২১ মৌসুম ১২ সেপ্টেম্বরের মধ্যে শুরু করতে। খেলোয়াড়রা তাই পড়বেন বাড়তি চাপে। কোনো কোনো ক্লাব চেষ্টা করবে, সেরা খেলোয়াড়দের দেশের হয়ে খেলা থেকে আটকাতে। আগামী মৌসুমে যে দেশ ও ক্লাবের দ্বন্দ্বে পড়তে যাচ্ছেন ফুটবলাররা, এটা ভালোই জানা সবার। তাই নাম প্রকাশ না করে ইংলিশ প্রিমিয়ার লিগের এক মুখপাত্র জানালেন, ‘এই মৌসুমের শেষ অংশটা যেমনই হোক আগামী মৌসুম বেশ কঠিন হতে চলেছে। আন্তর্জাতিক ম্যাচের জন্য ছাড়তে হবে খেলোয়াড়দের। লিগের সূচি তৈরিটা ভীষণ চ্যালেঞ্জের আমাদের জন্য।’ গোল ডটকম

মন্তব্য