উয়েফা আশাবাদী হলেও করোনার প্রভাব না কমলে স্প্যানিশ লা লিগা শেষ করা কঠিন। তাহলে শিরোপার কী হবে? রিয়ালের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। তাই ইভান রকিতিচের দাবি, ‘আমরা খেলেই শিরোপা জিততে চাই। তবে মৌসুম শেষ করা না গেলে শিরোপাটা আমাদের দিয়ে দেওয়া উচিত, কারণ আমরা পয়েন্ট টেবিলে এগিয়ে।’ মার্কা
মন্তব্য