kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

শিরোপা বেচে দান

৯ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিরোপা বেচে দান

বিশ্ব জুনিয়র গলফে তিনি তিনবারের চ্যাম্পিয়ন। ১৫ বছরের ভারতীয় অর্জুন ভাট্টির ট্রফি কেসে ছিল সব মিলিয়ে ১০২টি শিরোপা। করোনা ফান্ডে দান করার জন্য সব শিরোপাই বিক্রি করে দিয়েছে এ কিশোর। নিজের আত্মীয় ও বাবা-মায়ের বন্ধুদের কাছে ট্রফিগুলো বিক্রি করে তুলেছে ৪ লাখ ৩০ হাজার রুপি।

মন্তব্যসাতদিনের সেরা