kalerkantho

রবিবার । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩১  মে ২০২০। ৭ শাওয়াল ১৪৪১

কী বলেছিলেন শাহাদাত?

৯ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইংরেজিতে একদমই অভ্যস্ত ছিলেন না তিনি। কিন্তু ম্যাথু হেইডেনকে পাল্টা কিছু বলতে হলে তো ইংরেজিতেই বলতে হবে। তাই ২০০৬ সালের এপ্রিলে ফতুল্লা টেস্টে খেই হারিয়েছিলেন শাহাদাত হোসেন। ফতুল্লায় হেইডেনকে শাহাদাতের পাল্টা স্লেজিংয়ের গল্প বলে কত আড্ডা নিমেষেই জমিয়ে তুলেছেন সেই দলটির অধিনায়ক হাবিবুল বাশারও!

কাল সে প্রসঙ্গ তুলতে আবারও হেসেই খুন এই সাবেক অধিনায়ক! হাসতে হাসতেই বলছিলেন, ‘আমরা তো স্লেজিংয়ে অত পারদর্শী ছিলাম না। উল্টো স্লেজ করতে গিয়ে আমাদের কেউ কেউ নিজেই নিজেকে স্লেজ করে ফেলত।’

ওই টেস্টে হেইডেনকে কী বলেছিলেন শাহাদাত, যা আসলে চলে এসেছিল নিজের ওপরই? যদিও হাবিবুল এই সুযোগে আগ্রাসী শাহাদাতকেও তুলে ধরতে ভোলেননি, ‘আমরা জানতাম যে ও ভুলভাল বলে। তবে ফাস্ট বোলারদের অ্যাটিচ্যুডও ওর মধ্যে ছিল। কাউকেই কেয়ার করত না।’ অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মুখে ইংরেজি ‘এফ’ আদ্যক্ষরের একটি শব্দ সারাক্ষণ লেগেই থাকতে দেখেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। একটি বাউন্ডারি মারার পর হেইডেন সেটি জুড়ে দিয়েই শাহাদাতকে বলেছিলেন, ‘... ইউ।’ ব্যস, খেপে গিয়ে শাহাদাতও পাল্টা স্লেজ করেন, ‘... মি’!

মন্তব্যসাতদিনের সেরা