kalerkantho

রবিবার । ১৭ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩১  মে ২০২০। ৭ শাওয়াল ১৪৪১

ছাড়া পেয়ে গৃহবন্দি রোনালদিনহো

৯ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছাড়া পেয়ে গৃহবন্দি রোনালদিনহো

প্যারাগুয়ের জেলে কেটে গেছে এক মাসের বেশি। ভুয়া পাসপোর্টসহ দেশটিতে এসে বড় ভাই রবার্তো অ্যাসিসসহ যেতে হয় জেলে। এরপর জামিনের চেষ্টা হয়েছে অনেক। কিন্তু মুক্তি মেলেনি বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ানের। অবশেষে ৩২ দিন পর গত পরশু জেল থেকে ছাড়া পেয়েছেন রোনালদিনহো। তবে মুক্তি মেলেনি পুরোপুরি। প্যারাগুয়ের রাজধানী আসানসিওনের একটি হোটেলে পুলিশ পাহারায় গৃহবন্দি থাকতে হবে ভাই অ্যাসিসসহ তাঁকে। এ জন্য মুচলেকাও দিতে হয়েছে ১.৬ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ কোটি টাকা। নিজের ভাইয়ের জন্য দিতে হয়েছে সমান আট লাখ ডলার করে।

গত মাসেই জামিনের আবেদন করা হয়েছিল রোনালদিনহো ও তাঁর ভাইয়ের। কিন্তু প্যারাগুয়ের একটি আদালত নাকচ করে দিয়েছিলেন সেটা। এএফপি

মন্তব্যসাতদিনের সেরা