kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

বাড়িতেই অনুশীলন

৮ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাড়িতেই অনুশীলন

করোনার কারণে গৃহবন্দি প্রায় সবাই। কঠিন এই সময়ে ফিটনেস ধরে রাখতে বাড়িতেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন খেলোয়াড়রা।

 

১. জার্মানির ট্রায়াথলনার লেস লুরস বাড়িতে চেয়ার ও বোতল কেস সুইমিং পুল বানিয়ে করছেন সাঁতার অনুশীলন।

২. ব্রাজিলের ভলিবল খেলোয়াড় এভানদেরো গুয়েরা পোষা কুকুরটির সঙ্গে করছেন অনুশীলন।

৩. হাঙ্গেরিয়ান কেনোয়িস্ট এদা সোফিয়া চেয়ারে চড়ে অনুশীলন করছেন ঢেউ সামলানোর।

৪. বাড়ির গ্যারাজে পোল্যান্ডের অ্যাথলেট প্যাত্রিক দোবেক।

 

ছবি : ইনস্টাগ্রাম

মন্তব্যসাতদিনের সেরা