kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

মা হারালেন গার্দিওলা

৭ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমা হারালেন গার্দিওলা

গত সপ্তাহেই করোনা আক্রান্তদের সাহায্যে ৯ লাখ ২০ হাজার পাউন্ড দান করেছিলেন পেপ গার্দিওলা। তাঁর মা দোলরস সালা কারিয়ো আক্রান্ত হয়েছিলেন করোনায়। ৮২ বছর বয়সী কারিয়ো হার মেনেছেন গতকাল। বার্সেলোনার মানরেসায় মৃত্যু হয়েছে তাঁর। গার্দিওলার মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে ম্যানচেস্টার সিটি, ম্যানইউ ও লিভারপুলের মতো ইংলিশ ক্লাবগুলো।

মন্তব্যসাতদিনের সেরা