kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

অনুশীলনে ফিরল বায়ার্ন মিউনিখ

৭ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅনুশীলনে ফিরল বায়ার্ন মিউনিখজীবনের চেয়ে খেলা বড় নয় বলে তারকারা সবাই গৃহবন্দি। জার্মান ঐতিহ্যবাহী ক্লাব বায়ার্ন মিউনিখ অবশ্য বসে নেই। খেলোয়াড়দের ফিট রাখতে গতকাল অনুশীলনে নেমে পড়েছে বুন্দেসলিগায় সবচেয়ে বেশি শিরোপাজয়ী এই দল।

জার্মানিতে করোনার থাবায় খেলা স্থগিত করার সময় বলা হয়েছিল ৫ এপ্রিল পর্যন্ত ক্লাবগুলো যেন অনুশীলন বন্ধ রাখে। সেই সময়টা শেষ হতেই পরশু রাতে অনুশীলনে নামার বিবৃতি বায়ার্নের, ‘আমাদের মূল দলের খেলোয়াড়রা সোমবার থেকে অনুশীলন করবে ছোট ছোট দলে ভাগ হয়ে। অবশ্যই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা হবে। কোনো ছাড় দেওয়া হবে না স্বাস্থ্য নিরাপত্তায়। কোনো দর্শক থাকবে না অনুশীলন দেখার জন্য।’ আগের দিনের বিবৃতির পর গতকাল অনুশীলনেও দেখা গেছে বায়ার্ন খেলোয়াড়দের। দূরত্ব বজায় রেখে ছোট দলে ভাগ হয়েই গা ঘামিয়েছেন সবাই। এএফপি

মন্তব্যসাতদিনের সেরা