kalerkantho

শুক্রবার । ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৯  মে ২০২০। ৫ শাওয়াল ১৪৪১

দিবালা খেললেন রিয়ালের হয়ে!

৭ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিবালা খেললেন রিয়ালের হয়ে!

পাউলো দিবালা খেলছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে! খেলেছেন তবে ভার্চুয়াল জগতে। ইউনিসেফের করোনা তহবিলে টাকা সংগ্রহের জন্য পরশু রাতে ‘ফিফা ২০ ভিডিও গেমে’ রিয়ালের হয়েই খেলেছেন দিবালা। জুভেন্টাসের এই মিডফিল্ডার আক্রান্ত হয়েছিলেন করোনায়। এখন অবশ্য সুস্থ আছেন। ভিডিও গেমে তিনি খেলেছেন আবার রিয়ালেরই তারকা গ্যারেথ বেলের বিপক্ষে। বেল ছিলেন ম্যানচেস্টার সিটির তাঁবুতে! দিবালাকে ম্যাচ জিতিয়েছে করিম বেনজিমা ও এডেন হ্যাজার্ডের প্রতিমূর্তির গোল। ম্যাচ শেষে বিখ্যাত হৃদয় চিহ্ন আঁকার ছবিও পোস্ট করেছেন দিবালা। ইউনিসেফের এই আয়োজনে আরো অংশ নিয়েছেন জর্ডান পিকফোর্ড, লুক শ, কালভার্ট-লুইনরা। সব মিলিয়ে ১৭ হাজার পাউন্ড সংগ্রহ করা গেছে এ পর্যন্ত। মার্কা

মন্তব্যসাতদিনের সেরা