kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

জেমির পর ওয়াটকিস

৫ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজেমির পর ওয়াটকিস

ক্রীড়া প্রতিবেদক : ‘লকডাউন’-এর মধ্যে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রতিদিন প্রায় ৩০০ মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করেছে তারা। এই উদ্যোগ প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়সহ ফিফা, এএফসির প্রশংসা কুড়িয়েছে। বিদেশ থেকে জেমি ডেও এ উদ্যোগে নিজেকে জড়িয়ে আলোচিত হয়েছেন। এবার তাঁরই আহ্বানে সাড়া দিয়ে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট ওয়াটকিসও এ কার্যক্রমে এক বেলা খাবারের দায়িত্ব দিয়েছেন। আজ ওয়াটকিসের অর্থেই দুস্থরা খাবার পাবে বাফুফের কাছ থেকে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে জেমি ডের সহকারী হিসেবেই কাজ করছিলেন ব্রিটিশ স্টুয়ার্ট ওয়াটকিস। ভারতীয় ফুটবলে লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা থাকা এ কোচকেই পল স্মলির বিদায়ের পর টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব দিয়েছে বাফুফে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচ বাতিল হওয়ার পর জেমির সঙ্গে তিনিও ছুটিতে ইংল্যান্ডে ফিরেছেন। সেখান থেকেই ফুটবলারদের খোঁজখবর রাখাসহ করোনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেও পুরো নজর তাঁর।

মন্তব্যসাতদিনের সেরা