kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

বেতন কমছে সালাহদের

৪ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী চার মাস বেতন নিচ্ছেন না ক্রিস্তিয়ানো রোনালদোরা। বার্সেলোনা, অ্যাতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়রাও নিচ্ছেন না নিজেদের বেতনের ৭০ শতাংশ। ম্যানইউ খেলোয়াড়রা গতকাল দান করেছে বেতনের ৩০ শতাংশ। ইংলিশ প্রিমিয়ার লিগের মো. সালাহ, হ্যারি কেইনদেরও তাই কম বেতন নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যসচিব ম্যাট হেনককের। তাঁর এমন দাবি যৌক্তিকই মনে করছেন পেশাদার ফুটবলার্স অ্যাসোসিয়েশন বা পিএফএর কর্তারা। এজন্যই গতকাল প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ ও পিএফএর কর্তাদের বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, ৩০ শতাংশ বেতন কমানোর প্রস্তাব দেয়া হবে খেলোয়াড়দের। এএফপি

মন্তব্যসাতদিনের সেরা