kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

এবার শঙ্কায় নিউজিল্যান্ডের আসা

৪ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতৃতীয় দফায় পাকিস্তান যাওয়া হচ্ছে না বাংলাদেশি ক্রিকেটারদের। করোনার কারণে অস্ট্রেলিয়ান জাতীয় দলেরও অনিশ্চিত বাংলাদেশে আসা। একই কারণে শঙ্কায় কেন উইলিয়ামসনদের বাংলাদেশ সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ। আগামী আগস্টে ছিল নির্ধারিত সেই সূচি। এর আগে জুন-জুলাইয়ে তারা যেত ওয়েস্ট ইন্ডিজে। এরপর নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড হয়ে বাংলাদেশে। এমন পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে করোনার কারণে। গতকাল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানালেন শঙ্কাটা, ‘খুবই হতাশাজনক পরিস্থিতি এখন, বিশেষ করে যারা জড়িত খেলার সঙ্গে। বড় ছবিটা দেখতে হবে আমাদের। করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব বন্দি এখন। এই সময়ে শুধু আমাদের লোকজনের ভালো থাকা নিশ্চিত করতে হবে তা নয়, সমাজের ভালোও দেখতে হবে।’

এপ্রিলের শেষ দিকে শ্রীলঙ্কা আসার কথা ছিল নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের। স্থগিত হয়ে গেছে সেই সফর। তবে কিউই ক্রিকেট মৌসুম শেষ হওয়ার পর করোনার প্রভাব বাড়ায় ঘরের মাঠে দ্বিপক্ষীয় কোনো সিরিজ বন্ধ হয়নি তাদের। এটাকেই যা ইতিবাচক মনে হচ্ছে ডেভিড হোয়াইটের, ‘এখন আমাদের মনোযোগ নিউজিল্যান্ড ক্রিকেটের টেকসই অবস্থা নিশ্চিত করা। আমাদের ভাগ্য ভালো, গ্রীষ্মের শেষে আসার পর দেখা দিয়েছে এই সংকট।’ এএফপি

মন্তব্যসাতদিনের সেরা