kalerkantho

শুক্রবার । ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৫ জুন ২০২০। ১২ শাওয়াল ১৪৪১

থেমে নেই সাকিব

৪ এপ্রিল, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেথেমে নেই সাকিব

ক্রীড়া প্রতিবেদক : স্বাভাবিকভাবেই জাতীয় ক্রিকেটারদের সঙ্গে যুক্ত হওয়ার উপায় তাঁর নেই। এক বছরের জন্য নিষিদ্ধ যে তিনি! তবে করোনায় থমকে যাওয়া জীবনেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টায় থেমে নেই সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের এক হোটেলে ১৪ দিনের স্বেচ্ছা আইসোলেশনে থাকা অবস্থায়ই নিজের নামে চালু করা ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। এবার এই অলরাউন্ডার সেই ফাউন্ডেশনের তরফ থেকেই দেশের বিভিন্ন হাসপাতালকে করোনা পরীক্ষার কিট সরবরাহের ব্যবস্থা করেছেন।

এই উদ্যোগে তাঁর সঙ্গী হয়েছে কনফিডেন্স গ্রুপ। নিজের ভেরিফায়েড পেজ থেকে সেই খবর দেওয়ার সময় গর্বানুভবেও ভেসে গেছেন তিনি, ‘আমি খুবই গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সঙ্গে এক হয়ে সর্বমোট ২০ লাখ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিক্যাল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দেওয়া হবে।’ অবশ্য এখানেই থেমে না থাকার প্রতিশ্রুতিও সাকিব দিয়েছেন নিজের পোস্টে, ‘আমি কনফিডেন্স গ্রুপের সঙ্গে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরো কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’ অবশ্য এই ফাউন্ডেশন এর আগে দাঁড়িয়েছে সুবিধাবঞ্চিতদের পাশেও। প্রসঙ্গত, গত মাসের শেষদিকে স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে গেলেও এখনো তাঁদের সঙ্গে দেখা করেননি সাকিব। করোনা সতর্কতার অংশ হিসেবে নিজেকে হোটেলবন্দিই করে রেখেছেন আপাতত।

মন্তব্যসাতদিনের সেরা