kalerkantho

মঙ্গলবার । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২ জুন ২০২০। ৯ শাওয়াল ১৪৪১

এখনো আশায় উয়েফা প্রধান

২৯ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমে মাসের আগে ইংলিশ ফুটবল শুরু হচ্ছে না। তখনো কি হবে! আগামী সপ্তাহেই এসংক্রান্ত একটি সভা রয়েছে, ধারণা করা হচ্ছে সেখানে বিরতিটা প্রলম্বিতই করা হবে। লা লিগা তো অনির্দিষ্টকালের জন্যই বন্ধ। তাই প্রশ্ন উঠে যাচ্ছে, চলতি মৌসুম আদৌ শেষ করা যাবে তো? ইউরোপীয় ফুটবল সংস্থার প্রধান আলেক্সান্দার সফেরিন কিন্তু আশা ছাড়ছেন না।

‘মে মাসের মাঝামাঝি হলেও আমরা শুরু করতে পারি, কিংবা জুনে অথবা জুনের শেষ দিকে। এরপর অবশ্য আর সম্ভব না। তখন এই মৌসুমটাই হারিয়ে যাবে। কিন্তু আমি এখনো আশা ছাড়ছি না’, সফেরিনের আশাবাদ। মৌসুম বাতিল হওয়ার মতো যেকোনো খবর লিভারপুলের সমর্থকদের মনে ঘোর শঙ্কা তৈরি করবে। এবার যে প্রিমিয়ার লিগ শিরোপার জন্য ৩০ বছরের দীর্ঘ প্রতীক্ষা ঘুচতে চলেছিল তাদের। মাঝখানে অবশ্য একটা গুঞ্জন ছড়িয়েছিল, এই মুহূর্তে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলগুলোকেই শিরোপা দিয়ে দেওয়া হবে। কিন্তু সফেরিনই সেই খবর গুজব বলে নিজে থেকে বিবৃতি দিয়েছেন। তখনো তিনি লিগ শেষ করার আশাবাদ জানিয়েছিলেন।

মাঝে দিন দশেক পেরিয়ে গেলেও অবস্থান বদলাননি সফেরিন। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে এই মুহূর্তে এক মাস বা দুই মাসের কোনো কিছু নিয়েই আগাম বলা যাচ্ছে না কিছুই। লিগ বাতিল হয়ে যাওয়ার আশঙ্কাও তাই অমূলক নয়। সফেরিন অবশ্য বলেছেন, ‘পরের মৌসুমের শুরুর দিকে এই লিগটা শুরু করে পরের লিগটা আমরা একটু দেরিতে শুরু করতে পারি—এমন প্রস্তাবনাও আছে।’

ওয়েস্ট হামের ভাইস চেয়ারম্যান কারেন ব্র্যাডিও বলছেন, ‘আবার খেলা শুরুর পক্ষেই আমরা সবাই। প্রয়োজনে জুলাইয়েও আমরা খেলা চালিয়ে যেতে পারি, সর্বশেষ সভায় এমনটাই আলোচনা হয়েছে।’ যদিও গতকাল ওয়েস্ট হামের আট খেলোয়াড়ের করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দিয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। এই খবরগুলোই আবার আশাবাদের জায়গা থেকে পেছনে টেনে ধরছে। এএফপি

মন্তব্যসাতদিনের সেরা