kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

চলে গেলেন ফরাসি জাদুকর

২৮ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচলে গেলেন ফরাসি জাদুকর

ফ্রান্সের জার্সিতে খেলেছেন একটাই ম্যাচ। সেই মিশেল হিদালগোর হাত ধরে সৌরভ ছড়ানো শুরু ফরাসি ফুটবলের। ১৯৮৪ সালে কোচ হিসেবে তিনিই প্রথম মর্যাদার ইউরো এনে দেন ফ্রান্সকে। এর দুই বছর আগে সুন্দর ফুটবলের মালা গেঁথে মিশেল প্লাতিনিরা পৌঁছেছিলেন বিশ্বকাপ সেমিফাইনালে। ১৯৭৮ সালে হিদালগোর হাত ধরে ফ্রান্স বিশ্বকাপে ফিরেছিল ১২ বছর পর।  ফুটবলের সেই জাদুকর নানা রোগে ভুগছিলেন দীর্ঘদিন। পরশু ৮৭ বছর বয়সী এই কোচ চলে গেছেন না ফেরার দেশে। মার্শেইয়ের বাড়িতে তাঁর মৃত্যুটাকে ‘প্রাকৃতিক কারণ’ উল্লেখ করেছে ফরাসি ফুটবল ফেডারেশন।

খেলোয়াড় হিসেবে হিদালগো মোনাকোর হয়ে দুইবার জিতেছেন লিগ শিরোপা আর ১৯৫৫-৫৬ মৌসুমে রেইমসের হয়ে খেলেছেন ইউরোপিয়ান কাপ ফাইনাল। ডি স্টেফানোর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-৩ ব্যবধানে হারা ম্যাচে গোলও করেছিলেন একটি।  এএফপি

মন্তব্যসাতদিনের সেরা