kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

স্থগিত বিশ্বকাপ বাছাই পর্বও

২৭ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনার থাবায় থমকে গেছে ক্রীড়াঙ্গন। স্থগিত হয়ে গেছে অলিম্পিক, ইউরো, কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টগুলো। সেই পথে হাঁটল আইসিসিও। গতকাল স্থগিত করা হলো ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো।

দুটি টুর্নামেন্টেরই স্বাগতিক ভারত। আগামী ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাছাই পর্বের ম্যাচগুলো। করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে নতুন সময়সূচি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানালেন আইসিসির ‘হেড অব ইভেন্ট’ ক্রিস টেটলি, ‘বর্তমান স্বাস্থ্যঝুঁকি আর বিভিন্ন দেশের নেওয়া লকডাউনের সিদ্ধান্তে জুন পর্যন্ত হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচ স্থগিত করা হলো। খেলোয়াড়দের স্বাস্থ্যই সবার আগে।’ ম্যাচগুলো হওয়ার কথা ছিল কুয়েত, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, স্পেন, পাপুয়া নিউগিনি, মালয়েশিয়া, বেলজিয়াম ও স্পেনে। স্থগিত করা হয়েছে বিশ্বকাপ শিরোপার বিশ্বভ্রমণ কর্মসূচিও। তবে মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ বন্ধ করা হয়নি এখনো। এএফপি

মন্তব্যসাতদিনের সেরা