kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

নিজেকেই সেরা দাবি পেলের

২৬ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বের সেরা ফুটবলার কে, এই প্রশ্নের হয়তো একটা মীমাংসা হয়ে গেছে। কোনো বিশ্বকাপ না জিতলেও বেশির ভাগ ফুটবলবোদ্ধাই একমত হয়েছেন লিওনেল মেসির শ্রেষ্ঠত্বে। কম ভারী নয় ক্রিস্তিয়ানো রোনালদোর পাল্লাও। তবে তিনটি বিশ্বকাপ জেতা পেলে মনে করেন, শ্রেষ্ঠত্বের সিংহাসনটা আসলে তাঁরই পাওনা।

একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই ব্রাজিলিয়ান কিংবদন্তি জানিয়েছেন, মেসির চেয়ে রোনালদো এগিয়ে। তবে সবার সেরা পেলে নিজেই, ‘আজকের দিনে, বিশ্বের সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। আমার কাছে সে-ই সেরা, কারণ সে-ই সবচেয়ে বেশি ধারাবাহিক। তবে মেসির কথা ভুলে যাবেন না, যদিও সে স্ট্রাইকার নয়।’

সর্বকালের সেরা বেছে নিতে গিয়ে পেলে বাছলেন নিজেকেই, ‘কে সেরা—এই উত্তর দেওয়া কঠিন। আমরা জিকো, রোনালদিনহো, রোনালদোকে ভুলে যেতে পারি না। ইউরোপে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও ইয়োহান ক্রুইফ আছে। তবে আমার মনে হয় পেলে তাদের সবার চেয়ে ভালো, এটা তো আর আমার দোষ না!’ মেইল অনলাইন

মন্তব্য