kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

এই ম্যাচ থেকেই...

২৬ মার্চ, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএই ম্যাচ থেকেই...

ইতালিতে করোনা পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থা বেরগামোর। শহরের মেয়র একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘চ্যাম্পিয়নস লিগের আতালান্তা-ভ্যালেন্সিয়ার ম্যাচটা জৈব বোমার মতো কাজ করেছে। তখন আমরা কিছুই জানতাম না, হয়তো মাঠে খেলা দেখতে যাওয়া ৪০ হাজার দর্শক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অনেকেই দল বেঁধে খেলা দেখেছে, সেই রাতে সমর্থকদের মধ্যে পারস্পরিক মেলামেশা অনেক বেশি হয়েছিল। এভাবেই ভাইরাস একজনের কাছ থেকে আরেকজনে ছড়িয়েছে।’ এই ম্যাচে খেলার পর স্পেনে ফিরে গিয়েই ভ্যালেন্সিয়া ফুটবল দলের তিন ফুটবলার করোনায় আক্রান্ত হন। স্পেনের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তিটি ছিলেন একজন সাংবাদিক, তিনি মিলানে এসেছিলেন ম্যাচের খবর সংগ্রহে।

মন্তব্যসাতদিনের সেরা