kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

মুখোমুখি প্রতিদিন

টিটি লিগ এবার জমজমাট হবে

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে
টিটি লিগ এবার জমজমাট হবে

জাতীয় দলে খেলার সুযোগ পাননি মানস চৌধুরী। আবাসিক ক্যাম্প না করায় যেতে পারেননি এসএ গেমসে। তবে আগামী মার্চে টেবিল টেনিস লিগ দিয়ে আবার খেলায় ফিরতে যাচ্ছেন তিনি পুরোদমে। শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলবেন টেবিল টেনিসের শীর্ষ এই খেলোয়াড়। সেই লিগেরই স্থানীয় খেলোয়াড়দের দলবদল শেষে কালের কণ্ঠ স্পোর্টসের মুখোমুখি হয়ে নিজের দল নিয়ে কথা বলার পাশাপাশি কথা বলেছেন পুরো লিগ নিয়ে

 

প্রশ্ন : শেখ রাসেলের সঙ্গে চুক্তি করলেন?

মানস চৌধুরী : হ্যাঁ, আমি, সজীব ও জাভেদ। শক্তিশালীই হয়েছে দলটা। এর সঙ্গে বিদেশি খেলোয়াড় যোগ হলে আরো ভালো হবে।

প্রশ্ন : বিদেশি খেলোয়াড় কি চূড়ান্ত হয়নি?

মানস : না, চূড়ান্ত হয়নি। কথা হয়েছে এ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে। সব সময় যেমন ভারতীয় খেলোয়াড় আনা হয়। সেটা এবার নাও হতে পারে। এর বাইরে অন্য কোনো দেশ থেকে ভালো খেলোয়াড় আনা হতে পারে। বিশ্ব র‌্যাংকিংয়ে আছে এমন কোনো খেলোয়াড়কেই চাচ্ছে ক্লাব। দেখা যাক।

প্রশ্ন : আপনার কি কারো সঙ্গে যোগাযোগ হয়েছে?

মানস : কর্মকর্তারা আমার সঙ্গে কথা বলেছেন এ নিয়ে। আমি আমার মতামত জানিয়েছে। আগামী কিছুদিনের মধ্যে হয়তো চূড়ান্ত হবে যাবে কাকে আনা হচ্ছে। আসলে অন্যান্য দল কেমন বিদেশি আনবে সেটার ওপরও অনেক কিছু নির্ভর করবে।

প্রশ্ন : অন্য দলগুলো কী মানের বিদেশি আনতে যাচ্ছে?

মানস : ভারতীয় খেলোয়াড় আসছে। সব দলেই বিদেশি খেলোয়াড় থাকবে আমার মনে হয়। এবার চার-পাঁচটা ক্লাব শক্তিশালী দল করছে। তাতে লিগ এবার জমজমাট হবে বলে মনে হয়।

প্রশ্ন : স্থানীয় খেলোয়াড়দের নিয়েই কেমন হয়েছে অন্য দলগুলো?

মানস : গতবারে চ্যাম্পিয়ন পাললিক এবার ইমন, রানহিমের মতো ভালো মানের জুনিয়র খেলোয়াড়দের  নিয়েছে । অ্যাজাক্সে মাহবুব বিল্লাহ খেলবে, পলাশ আছে। ভারতীয় র‌্যাংকিংয়ে ৬ নম্বর খেলোয়াড় খেলবে ওদের দলে। তারপর বিমান দল ভালো হচ্ছে। বিমানে পরাগ, হৃদয় খেলবে। সঙ্গে বাইরের খেলোয়াড় থাকবে। উত্তরা টিটিও ভালো, জয় আছে, জুবায়েরও খেলবে ওদের হয়ে। এ ছাড়া নতুন টিম আসছে পুলিশ। সিসিরন দলটাকে সম্ভবত কিনে নিয়েছে ওরা। এটা টিটির জন্য ভালো দিক।

 

মন্তব্যসাতদিনের সেরা