দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না হনুমা বিহারি। বেসিন রিজার্ভে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চতুর্থ দিনে আজিঙ্কা রাহানে ও হনুমা বিহারির ওপরই ভরসা ছিল ভারতের। কিন্তু অন্য সতীর্থদের মতো হতাশ করেছেন তাঁরাও। হনুমা বিহারি তো আগের দিনের ১৫ রানের সঙ্গে আরো কোনো রান যোগ না করেই ফেরেন। ১০ উইকেটে হারের লজ্জায় ডুবেছে ভারতও।
মন্তব্য