kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

জেমিসনের স্বপ্নের অভিষেক

২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি। চাইলে নাম লেখাতে পারতেন বাস্কেটবলে। ক্রিকেটে এসেও যে ভুল করেননি অভিষেক টেস্টে বোঝালেন কাইল জেমিসন। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে তাঁর গতি আর সুইংয়ে রীতিমতো নাকাল ভারতীয় ব্যাটসম্যানরা। বৃষ্টিবিঘ্নিত দিনটি বিরাট কোহলির দল শেষ করেছে ৫ উইকেটে ১২২ রানে। ৩৮ রান খরচায় ৩ উইকেটই জেমিসনের। তিনি ফিরিয়েছেন চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি আর হনুমা বিহারিকে। ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ নিয়েছেন মায়াঙ্ক আগারওয়ালের। অথচ নেইল ওয়াগনার সুস্থ থাকলে খেলাই হতো না জেমিসনের।

ওয়েলিংটনের ঘাসে ভরা পিচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৬ রান করা ওপেনার পৃথ্বী শকে বোল্ড করেছিলেন টিম সাউদি। ৩৪ করা মায়াঙ্ক আগারওয়ালকে ফেরান ট্রেন্ট বোল্ট। বাকি গল্পটা জেমিসনের। তাঁর বলে বিরাট কোহলি ২, চেতেশ্বর পূজারা ১১ আর হনুমা বিহারি ফেরেন ৭ রানে। আজিঙ্কা রাহানে ৩৮ ও ঋষব পান্ট অপরাজিত ১০ রানে। ক্রিকইনফো

মন্তব্যসাতদিনের সেরা