kalerkantho

মঙ্গলবার। ৫ মাঘ ১৪২৭। ১৯ জানুয়ারি ২০২১। ৫ জমাদিউস সানি ১৪৪২

অবেলায় চলে গেলেন সোহানুর

২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবেলায় চলে গেলেন সোহানুর

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় হ্যান্ডবল দলে সোহানুর রহমানের মতো একজন গোলরক্ষককে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন কোচ কামরুল ইসলাম। গত এসএ গেমসেই ভারত, পাকিস্তানের বিপক্ষে যেভাবে প্রতিরোধ গড়েছিলেন ২১ বছর বয়সী গোলরক্ষক তাতে সোনালি ভবিষ্যৎই অপেক্ষা করছিল তাঁর সামনে। কিন্তু অধরা সব কীর্তিকে অপেক্ষায় রেখে সোহানুরই কাল চলে গেলেন না ফেরার দেশে। কুষ্টিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসার জন্য ঢাকায় আনার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সোহানুরের এমন অকালমৃত্যুতে পুরো ক্রীড়াঙ্গনেই নেমেছে শোকের ছায়া।

মন্তব্যসাতদিনের সেরা