kalerkantho

বৃহস্পতিবার  । ২৬ চৈত্র ১৪২৬। ৯ এপ্রিল ২০২০। ১৪ শাবান ১৪৪১

প্রীতি ক্রিকেট ম্যাচ

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঘাটাইল প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে ঘাটাইল প্রেস ক্লাবের আয়োজনে গতকাল সকালে এক প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। ঘাটাইল জিবিজি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ঘাটাইল প্রেস ক্লাব একাদশ এবং টাঙ্গাইল প্রেস ক্লাব একাদশের এ প্রীতি টি-টোয়েন্টি ম্যাচটি টাই হয়েছে। খেলার উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, টাঙ্গাইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এস আকবর খান, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহীদ, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, ঘাটাইল সরকারি জিবিজি কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম হেসটিংস, ঘাাটইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান মিঞা, সরকারি জিবিজি কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা